ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

সুয়ারেস চমকের পর টাইব্রেকারে কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

Publish : 11:18 AM, 14 July 2024.
সুয়ারেস চমকের পর টাইব্রেকারে কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

সুয়ারেস চমকের পর টাইব্রেকারে কানাডাকে হারিয়ে তৃতীয় উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক :

দল যখন প্রায় হারের দ্বারপ্রান্তে ঠিক তখনই ত্রাতার ভূমিকায় লুইস সুয়ারেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে উরুগুয়েকে সমতায় ফেরালেন এই অভিজ্ঞ তারকা স্ট্রাইকার। তার গোলেই ম্যাচ টাইব্রেকারে গড়ায়। আর সেখানেই সের্হিও রোচেতের নৈপুণ্যে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ হাসি হাসল। রোমাঞ্চকর ম্যাচে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকার তৃতীয়স্থান জিতে নিল মার্সেলো বিয়েলসার শিষ্যরা।

রবিবার বাংলাদেশ সময় সকালে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণীতে মূল ম্যাচটি শেষ হয় ২-২ সমতায়। এরপর পেনাল্টি শুটআউটে ৪-৩ ব্যবধানে জেতে উরুগুয়ে।

টাইব্রেকারে উরুগুয়ের হয়ে ফেদে ভালভের্দে, রদ্রিগো বেন্তানকুর, জর্জিয়ান দে আরাকায়েস্তা ও লুইস সুয়ারেসের শট জড়ায় জালে। তাদের পঞ্চম শটের প্রয়োজন হয়নি। তবে কানাডার ইসমায়েল কোনের দুর্বল শট ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক রোচেত। পরে আলফুঁস ডেভিসের পানেনকটা শট ব্যর্থ হয় ক্রসবারে লেগে!

এদিন ম্যাচের অষ্টম মিনিটে উরুগুয়েকে এগিয়ে নিয়েছিলেন বেন্তানকুর। কর্নার থেকে বল পেয়ে জাল খুঁজে নিয়েছিলেন এই মিডফিল্ডার। তবে ২২তম মিনিটে দর্শনীয় বাইসাইকেল কিকে গোল করে কানাডাকে সমতা ফেরান কোনে। ৮০তম মিনিটে তার তীব্র গতির শট কোনো মতে ফেরান রোচেত। ফিরতি বল জালে পাঠিয়ে কানাডাকে এগিয়ে নেন জোনাথান ডেভিড।

লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রথম আসরে তৃতীয় হওয়ার পথে ছিল কানাডা। কিন্তু উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেসের নৈপুণ্যে তা সম্ভব হয়নি।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হোসে মারিয়ে হিমেনেসের চমৎকার ক্রসে জাল খুঁজে নেন সুয়ারেস। দেশের হয়ে অভিজ্ঞ স্ট্রাইকারের এটি ৬৯তম গোল।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাড়ি পার্কিং নিয়ে বিরোধ : নিউইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি কলেজছাত্র শিরোনাম ৫ বছর পর চিলমারীতে বাজবে ট্রেনের হুইসেল শিরোনাম সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস শিরোনাম বাংলাদেশে চরম দারিদ্রসীমায় ৪ কোটি ১৭ লাখ মানুষ: জাতিসংঘ শিরোনাম দেশ-বিদেশে থাকা সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ শিরোনাম ‘যাদের কথায় আন্দোলনে তারাই ভুলে গেছেন’