ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৪
Banglar Alo

বেসরকারি চিকিৎসার মানে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ

Publish : 01:54 AM, 22 June 2024.
বেসরকারি চিকিৎসার মানে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ

বেসরকারি চিকিৎসার মানে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নামীদামি বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর পরীক্ষা-নিরীক্ষায় মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। রোগীর শারীরিক অবস্থা পুরোপুরি না জেনেই করা হয় সিটি স্ক্যান, এমআরআই। হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে গতকাল বৃহস্পতিবার এমন চিত্র দেখতে পান স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

পরে মন্ত্রী বলেন, ‘চিকিৎসায় কোনো অবহেলা আমি মেনে নেব না। মানুষের জীবন একটাই। চলে গেলে আর আসে না।’ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। তিনি আজকের পত্রিকাকে বলেন, একজন চিকিৎসকের এক দিনে ৭০টি এন্ডোসকপি করানোর রেকর্ডও মিলেছে ল্যাবএইড হাসপাতালে। ল্যাবএইডের নথি বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছর অক্টোবরে এক দিনে ৭১টি এন্ডোসকপি করেছেন একজন চিকিৎসক। এ ছাড়া রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি না জেনেই করা হয় সিটি স্ক্যান। 

অভিযানের সময় নিজেদের ভুল স্বীকার করেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ এম শামীম। তিনি বলেন, ‘আমাদের কিছু ত্রুটি ছিল। সামনে এমন হবে না।’

এ সময় বেসরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সব হাসপাতালকে প্রটোকল মেনে চিকিৎসা দিতে হবে। না হলে এসব বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে এমন অভিযান চলবে। 

মন্ত্রী আরও বলেন, ‘ল্যাবএইডে যাঁরা চিকিৎসা দিচ্ছেন, তাঁদের সঙ্গে কথা বলেছি। যাঁরা চিকিৎসা নিচ্ছেন, তাঁদের সঙ্গেও কথা বলেছি। এ ক্ষেত্রে আমার পর্যবেক্ষণ, ওনাদের আরও যত্নশীল হতে হবে। রোগীর সংখ্যা না বাড়িয়ে চিকিৎসার গুণগত মানের দিকে নজর দিতে হবে। এন্ডোসকপি, আলট্রাসনোগ্রাফি—এসব একসঙ্গে ৭০টা না করে, সংখ্যায় কম হলেও মান নিশ্চিত করতে হবে।’

এরপর স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগী এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। ডকুমেন্টশন পদ্ধতি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। এ সময় তিনি বলেন, ‘এখানকার ডকুমেন্টশন ব্যবস্থা আমার কাছে ভালো মনে হয়নি। ওনাদের প্রতি আমার মেসেজ, রোগীর প্রতি আরও যত্নশীল হতে হবে, বিলটাও যাতে সহনীয় পর্যায়ে থাকে। আমার একটাই কথা—কোয়ালিটি চিকিৎসা চাই।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম গাড়ি পার্কিং নিয়ে বিরোধ : নিউইয়র্কে গুলিতে নিহত বাংলাদেশি কলেজছাত্র শিরোনাম ৫ বছর পর চিলমারীতে বাজবে ট্রেনের হুইসেল শিরোনাম সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস শিরোনাম বাংলাদেশে চরম দারিদ্রসীমায় ৪ কোটি ১৭ লাখ মানুষ: জাতিসংঘ শিরোনাম দেশ-বিদেশে থাকা সাইফুজ্জামানের সম্পদ জব্দের আদেশ শিরোনাম ‘যাদের কথায় আন্দোলনে তারাই ভুলে গেছেন’