যেসব এলাকায় সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভবনা
সকাল সকাল ঢাকার আকাশে নেমে আসে সন্ধ্যার আঁধার। এরপর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এক পশলা বৃষ্টিতে প্রাণ-প্রকৃতিতে নেমে আসে শীতলতা। টানা কয়েক দিনের অস্বস্তিকর গরমের পর এমনই স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।
সোমবার (১০ জুন) ফার্মগেট, বাংলামোটর, গুলিস্তান, পুরান ঢাকাসহ বেশ কিছু স্থানে বৃষ্টি হয়েছে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও অফিসগামীদের পড়তে হয় ভোগান্তিতে।
এদিকে ঢাকাসহ দেশের ৫ বিভাগের উপর দিয়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
সোমবার (১০ জুন) সকালে আবহাওয়া অফিস থেকে এই তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে গতকাল রোববার আবহাওয়ার ৭২ ঘণ্টার পূর্বাভাসে আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা বাড়বে এবং অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।
এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
মঙ্গলবারের (১১ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এসময়ে দিন ও রাতের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিন রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে রংপুর, ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com