ছবিঃ সংগৃহীত
পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডে আউটসোর্সিংয়ের মাধ্যমে বহিরাগতদের নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। রোববার (১৯ মে) বিকেলে জেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়। এতে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক নেতৃত্ব দেন এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে আউটসোসিংয়ের মাধ্যমে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়। উৎকোচ নিয়ে স্থানীয়দের বাদ দিয়ে জেলার বাইরের লোক নিয়োগ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে নিয়োগ বাতিল করে প্রকৃত বেকারদের চাকরি দেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আগামী রোববার (২৬ মে) থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা বক্তারা।
কাজী আল তারিক বলেন, ‘নিয়ম অনুযায়ী এসব চাকরিতে পঞ্চগড়ের স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের নিয়োগ না দিয়ে দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও থেকে লোক আনা হয়েছে। আমি এ নিয়ে নির্বাহী প্রকৌশলীর কাছে গেলে তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখিয়ে দেন।’
পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন বলেন, ‘আউটসোর্সিং নীতিমালা অনুসরণ করে ইজিপির মাধ্যমে বিএসএস সিকিউরিটি সার্ভিস লিমিটেডকে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তারাই আমাদের জনবল সরবরাহ করে। এখানে আমাদের হাত নেই।’
তিনি আরও বলেন, ‘নিয়োগ পাওয়া ১৫ জনের মধ্যে ৮ জন পঞ্চগড়ের। এমন কোনো নিয়ম নেই, এখানকার লোকজনকে নিতে হবে। তবে উনাকে (উপজেলা ভাইস চেয়ারম্যান) হয়ত কেউ মিসগাইড করছেন। এ জন্য উনি এমন অভিযোগ করেছেন।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com