গাজায় ইসরায়েলের বর্বর হামলা, বহু বেসামরিক লোক নিহত
ইসরায়েলের তীব্র বিমান ও স্থল হামলায় গাজায় কমপক্ষে ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২৮ জন উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় নিহত হয়েছেন। সেখানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরও অনেকে।
আজ রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে, ইসরায়েলের বাহিনী মিশরীয় সীমান্তের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতেও কিছু জায়গা দখল করে নিয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com