ঢাকা, ০৬ মার্চ, ২০২৫
Banglar Alo

ইইউতে বাংলাদেশিদের আশ্রয় আবেদন বেড়েছে

Publish : 03:53 AM, 05 March 2025.
ইইউতে বাংলাদেশিদের আশ্রয় আবেদন বেড়েছে

ইইউতে বাংলাদেশিদের আশ্রয় আবেদন বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আশ্রয় আবেদনের সংখ্যা সামগ্রিকভাবে ১১ শতাংশ কমেছে। তবে, একই বছরে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদন রেকর্ড পরিমাণ বেড়েছে।

ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয় আবেদন করেছেন, যা ২০২৩ সালের তুলনায় ৭.২ শতাংশ বেশি।

বাংলাদেশিদের আশ্রয় আবেদনের মধ্যে প্রায় ৭৭ শতাংশ জমা পড়েছে ইতালিতে, যেখানে ২০২৪ সালে ৩৩ হাজার ৪৫৫ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছেন। ফ্রান্সে এই সংখ্যা ছিল ৬ হাজার ৪২৯ এবং আয়ারল্যান্ডে ১০০৬।

তবে বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের মধ্যে স্বীকৃতির হার ছিল অত্যন্ত কম। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন মঞ্জুরের হার ছিল মাত্র ৩.৯ শতাংশ, অর্থাৎ ৯৬ শতাংশেরও বেশি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।

অন্যদিকে ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয় আবেদনের সংখ্যা সামগ্রিকভাবে ১১ শতাংশ কমে ১০,১৪,৪২০-এ দাঁড়িয়েছে, যা ২০২৩ সালে ছিল ১১,৪৩,৪৩৭।

সিরিয়া, আফগানিস্তান, ভেনেজুয়েলা, তুরস্ক এবং কলম্বিয়া থেকে আশ্রয়প্রার্থীদের সংখ্যা উল্লেখযোগ্য ছিল। তবে, সিরীয় নাগরিকদের আশ্রয় আবেদনের হার ২০২৪ সালে ১৭ শতাংশ কমেছে। ইউরোপীয় দেশগুলোতে আশ্রয়প্রার্থীদের মধ্যে বাংলাদেশিদের আবেদন বৃদ্ধির এই প্রবণতা এবং স্বীকৃতির নিম্ন হার উদ্বেগজনক। এটি ইঙ্গিত করে যে, বাংলাদেশি নাগরিকদের জন্য নিরাপদ ও নিয়মিত অভিবাসনের পথ নিশ্চিত করা জরুরি।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ঢাকায় মিরপুর দক্ষিণের উত্তর পাইকপাড়া ওয়ার্ডের সহযোগী সমাবেশ শিরোনাম বিআইএ প্রেসিডেন্টকে ন্যাশনাল লাইফের শুভেচ্ছা শিরোনাম সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ শিরোনাম সৌরবিদ্যুতে চলবে ল্যাপটপ, রিচার্জ হবে ঘরের আলোতেও শিরোনাম বিয়ের পরিকল্পনার মাঝেই বিচ্ছেদ হয়ে গেল বিজয়-তামান্নার শিরোনাম ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের