ঢাকা, ২৭ জুলাই, ২০২৪
Banglar Alo

টটেনহ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে ম্যানসিটি

Publish : 12:14 AM, 16 May 2024.
টটেনহ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে ম্যানসিটি

টটেনহ্যামকে হারিয়ে শিরোপার আরও কাছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার বাধা উতরে দারুণ এক জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। আর্লি হলান্ডের জোড়া গোলে লন্ডনের দলটিকে ২-০ ব্যবধানে হারাল পেপ গার্দিওলার শিষ্যরা। এ জয়ে শিরোপা ধরে রাখার পথেও অনেকখানি এগিয়ে গেল সিটি।

প্রথমার্ধে গোলশূন্য হওয়ার পর বিরতির পর ৫১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় সিটি। ডান দিক থেকে ডে ব্রুইনের গোলমুখে বাড়ানো বল আলতো এক ছোঁয়ায় গোললাইনের ওপারে পাঠিয়ে দেন হলান্ড।

খেলার ৬২তম মিনিটে একটি আক্রমণ রুখতে ঝাঁপিয়ে বল নিয়ন্ত্রণে নিয়েছিলেন এদেরসন, ঠিক একই সময়ে শট নেওয়ার চেষ্টা করেন ক্রিস্তিয়ান রোমেরো, এতে মুখে আঘাত পান ব্রাজিলিয়ান গোলরক্ষক। মাঠে আসে স্ট্রেচার, ডাগআউটে ওয়ার্ম-আপ করতে দেখা যায় আরেক গোলরক্ষককে; তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এদেরসন।

কিছুক্ষণ পরই তাকে তুলে নেন কোচ গার্দিওলা। বদলি নামান স্টেফান ওর্টেগাকে। তবে, সিদ্ধান্তটি হয়তো পছন্দ হয়নি এদেরসনের, বেঞ্চে গিয়ে বসার আগে লাথি ছুড়তে দেখা যায় তাকে। একই সঙ্গে প্লেমেকার ডে ব্রুইনেকেও তুলে নেন কোচ, কিছুক্ষণ আগে তিনিও চোট পেয়েছিলেন। তার বদলি নামেন জেরেমি দোকু।

ম্যাচে ফিরতে টটেনহ্যাম ৮০তম মিনিটে দুরূহ কোণ থেকে দেইয়ান কুলুসেভস্কির শট রুখে দেন ওর্টেগা। ছয় মিনিট পর সমতা টানার সুবর্ণ সুযোগ নষ্ট করেন হিউং-মিন। প্রতিপক্ষের ভুলে বল ধরে ডি-বক্সে শট নেন তিনি, কিছুটা এগিয়ে এসে দারুণ নৈপুণ্যে তা ঠেকিয়ে দেন ওর্টেগা।

তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে জেরেমি দোকু ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। আর সফল স্পট কিকে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন হলান্ড।

প্রথম ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জয়ের স্বপ্নে বিভোর দলটি শেষ রাউন্ডে খেলবে ওয়েস্ট হ্যামের বিপক্ষে।

লিগে ৩৭ ম্যাচে ২৭ জয় ও সাত ড্রয়ে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল সিটি। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম রোববার থেকে অফিস চলবে ৯টা-৩টা শিরোনাম শিক্ষার্থীরা ধৈর্য না ধরার সুযোগ নিয়েছে বিএনপি-জামায়াত শিরোনাম তিন সমন্বয়কারীকে ডিবি হেফাজতে রাখার কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শিরোনাম দেশবাসীর কাছে আমি বিচার চাই, অপরাধটা কী করেছি? শিরোনাম অলিম্পিকে বাংলাদেশের কার কবে খেলা শিরোনাম শুটিংয়ে প্রথম সোনা জিতল চীন