মালয়েশিয়ায় চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু
মালয়েশিয়ার রাজধানীর কুয়ালালামপুরে ঝোড়ো হাওয়ায় একটি চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার(৭ মে) দুপুর ২টার সময় কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারানামার এক বিবৃতিতে জানানো হয়।
কুয়ালালামপুরের মালয়েশিয়ান ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম) বোম্বা অপারেশন সেন্টার থেকে বলা হয়েছে দুপুর ২টা ১৯ মিনিটের সময় এই ঘটনার বিষয়ে একটি জরুরি কল পেয়েছেন তারা। কল পেয়েই ফায়ার অ্যান্ড রেসকিউ বোম্বা টিম ঘটনাস্থলে রওনা দেয়।
জেবিপিএম কুয়ালালামপুরের সহকারী পরিচালক (অপারেশন) এম ফাত্তা এম আমিন বলেন, এই ঘটনায় ১৭ টি যানবাহন এবং মেট্রোরেল চলার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ৪৭ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত ২৬ বছর বয়সী এক যুবককে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com