ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

কচি কণ্ঠের আসর ইউএসএ-র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Publish : 03:03 AM, 16 November 2024.
কচি কণ্ঠের আসর ইউএসএ-র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী   উপলক্ষে প্রাক-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কচি কণ্ঠের আসর ইউএসএ-র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক :

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র – কচি কণ্ঠের আসর ইউএসএ সম্প্রতি এর  আসন্ন ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য একটি প্রাক-পরিকল্পনা সভার আয়োজন করেছে। সভাটি অনুষ্ঠিত হয় ১৩ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের হিলসাইড জ্যামাইকার ১৭০ স্ট্রিটে অবস্থিত ধানরি রেস্টুরেন্টে। কচি কণ্ঠের আসর ইউএসএ-র সভাপতি হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী পরিচালক এম.আই. হাসান ইকবাল এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন পরিচালক শাহিদা আরবী।

সভায় হেমায়েত হোসেন কচি কণ্ঠের আসরের উদ্দেশ্য এবং আসন্ন ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন, যা ২৭ ডিসেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে অনুষ্ঠিত হবে। এম.আই. হাসান ইকবাল অতিথিদের আগামী বছরের যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া সুবর্ণজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঘোষণা করা হয়, কচি কণ্ঠের আসর এই বছর “চিলড্রেন ভয়েস” নামে একটি নতুন ইউটিউব চ্যানেল চালু করবে, যেখানে বিভিন্ন দেশের শিশুদের অভিজ্ঞতা এবং মতামত তুলে ধরা হবে। এছাড়া ২০২৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য বিশ্ব শিশু সম্মেলনে শিশু অধিকার ও কল্যাণের উপর আলোচনা হবে, যেখানে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে শিশুদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

এছাড়াও, বাংলাদেশে সমাজের অবহেলিত শিশুদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়, যেখানে তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সাংস্কৃতিক কার্যক্রমের ব্যবস্থা থাকবে। কচি কণ্ঠের আসর আগামি বছরে পরিবেশ সচেতনতা, সাংস্কৃতিক বিনিময় এবং অটিজমে আক্রান্ত শিশুদের সহায়তায় কর্মসূচির মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

 
Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশে বিনিয়োগ পরিকল্পনা আমিরাতের বড় দুই কোম্পানির শিরোনাম বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সাহায্য করবে ইইউ শিরোনাম বেশি সুদে এস আলমের ব্যাংকে টাকা রেখেছেন, এখন ধরা খেয়েছেন শিরোনাম ইসির স্বাধীনতার গ্যারান্টি চাইলেন সিইসি শিরোনাম সাত কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে শিরোনাম ৬০ শতাংশ সুস্থ হয়ে গেছেন খালেদা জিয়া