ছবিঃ সংগৃহীত
শ্রীলঙ্কায় মোটর রেস চলার সময় একটি গাড়ি লাইন ছেড়ে দর্শকের ওপর আচড়ে পড়ে। রবিবারের (২১ এপ্রিল) ওই ঘটনায় অন্তত সাত জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দিয়াতলাওয়া শহরে ফক্স হিল সুপার ক্রস ইভেন্টে দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন।
এদিকে, শ্রীলঙ্কার সেনাবাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে দর্শকের পাশাপাশি চার জন রেস কর্মকর্তা রয়েছেন। শুধু তাই না, আট বছরের একটি শিশুও মারা গেছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, সামরিক হাসপাতালে নেওয়ার পথেই দুই জন মারা গেছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
দিয়াতলাওয়ায় এই রেসের আয়োজন করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী। ওই অনুষ্ঠানে প্রায় এক লাখ দর্শনার্থী উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও চিত্রে দেখা গেছে, দুর্ঘটনার পর অনেকে ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। এই ঘটনার পরপরই ইভেন্ট বাতিল করা হয়েছে।
কেন এমন দুর্ঘটনা ঘটেছে, তা বের করতে তদন্ত করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com