ছবিঃ সংগৃহীত
দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন শিশুসহ ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। পর পর দুইটি বিমান হামলায় তারা নিহত হয়েছেন বলে রবিবার (২১ এপ্রিল) জানিয়েছেন গাজা হাসপাতাল কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
গাজা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেই হামলায় ১৮ জন শিশুসহ ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ওই হামলায় এক পরিবারের ১৩ জন শিশুসহ দুই জন নারী নিহত হয়েছেন।
কুয়েতি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এক ব্যক্তি, তার স্ত্রী ও তাদের তিন বছর বয়সী শিশু নিহত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি বোমা হামলায় একজন গর্ভবতী আহত হন। ওই নারীকে বাঁচাতে না পারলেও নবজাতককে বাঁচাতে সক্ষম হয়েছে চিকিৎসকরা।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই অঞ্চলে হামাসের নেতারা আছেন। এছাড়া বাকি ১৩৩ ইসরায়েলি বন্দিও রয়েছেন
এদিকে, রাফাহ অঞ্চলে স্থল অভিযানের পরিকল্পনার জন্য আন্তর্জাতিকভাবে বিরোধিতার মুখোমুখি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৩৪ হাজার ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৬ হাজার ৯৮০ জন।
অপরদিকে, ৭ অক্টোবর থেকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com