১৭০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে ইতিবাচক মিয়ানমার
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) সদস্য, সেনাবাহিনীর সদস্য ও শুল্ক কর্মকর্তাসহ মোট ১৮০ জনকে আগামী সপ্তাহের মধ্যে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারের কারাগারে আটক ১৭০ বাংলাদেশিকে দেশে ফেরত আনার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে নেইপিদো।
মঙ্গলবার (২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আশ্রিত মিয়ানমারের সেনা-বিজিপি এবং শুল্ক কর্মকর্তাদের চলতি সপ্তাহে ফেরত পাঠানোর পরিকল্পনা ছিল সরকারের। তবে বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের ১৭৭ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সম্প্রতি তাদের আরও তিন সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। সবমিলিয়ে ১৮০ জন হয়েছে। তাদেরকে ফেরত পাঠানোর লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আমরা আলাপ-আলোচনায় আছি। তারা ফেরত নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে।
হাছান মাহমুদ বলেন, তারা (মিয়ানমার) প্রস্তাব দিয়েছে, সমুদ্র পথে নিয়ে যাওয়া হবে। কিন্তু আবহাওয়ার কারণে সম্ভব হয়নি। আমরা আশা করেছিলাম— এ সপ্তাহের মধ্যে ফেরত পাঠাতে পারব। তবে এ সপ্তাহে হচ্ছে না। এর মধ্যে আবহাওয়া যদি শান্ত হয়, তাহলে আগামী সপ্তাহ বা সহসায় তাদের ফেরত পাঠাতে পারব।
মন্ত্রী বলেন, মিয়ানমারের কারাগারে ১৭০ জন বাংলাদেশি আটক আছেন। তাদেরকে ফেরত আনার বিষয়ে প্রস্তাব দিয়েছি। এ বিষয়ে তারা (মিয়ানমার) ইতিবাচক সাড়া দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com