ঢাকা, ১৮ মে, ২০২৫
Banglar Alo

মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে

Publish : 09:28 AM, 17 May 2025.
মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে

মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মামলায় মিল্টনের পক্ষে আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব বলেন, “গত ৬ মে আদালত এই মামলায় অভিযোগপত্র আমলে নেন। তবে এর আগের দিন, ৫ মে মিল্টন সমাদ্দারের মা মারা যান। সে কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। আমরা সময়ের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।”

পরবর্তীতে আজ (১৭ মে) স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। কিন্তু আদালত শুনানি শেষে জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিল্টন সমাদ্দার আগে থেকেই বিভিন্ন অভিযোগে আলোচনায় ছিলেন। জানা যায়, ২০২৩ সালের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষকে আটকে রেখে নির্যাতন, এবং মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়।

পরদিন ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল সনদ তৈরির অভিযোগে দায়ের করা মামলায় আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর ৫ মে তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং সাত দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ৯ মে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকাকালীন তার বিরুদ্ধে আরও একটি মারধরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে পরবর্তীতে তিনি তিনটি মামলায় জামিনে মুক্তি পান।

এরপর তদন্ত শেষে ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান মিল্টন সমাদ্দার এবং তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করে আদালতে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্র দাখিল করেন। এই মামলার প্রেক্ষিতেই আজ তাদের আদালতে আত্মসমর্পণ এবং জামিন বাতিলের পর কারাগারে পাঠানো হলো।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম মতিঝিলে ভবনে আগুন শিরোনাম জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক শিরোনাম রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ শিরোনাম পুশব্যাক নয়, অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে শিরোনাম শিক্ষকের পিটুনিতে শিশু রক্তাক্ত, ২৩ সেকেন্ডে ২১ বার বেত্রাঘাত শিরোনাম মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে