ঢাকা, ১০ মে, ২০২৫
Banglar Alo

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ

Publish : 07:24 AM, 10 May 2025.
বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

দেশের প্রথম আন্তর্জাতিক মানের ডিজিটাল দক্ষতা প্রতিযোগিতা ভি টিউটর মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট (এমওএস) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শনিবার (১০ মে) ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে এ চ্যাম্পিয়নশিপ শুরু হয়। 

ভি টিউটর বাংলাদেশ–এর আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা ১৩ থেকে ২২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। 

অলিম্পিয়াডের আদলে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতা রাজধানীর ছয়টি বিশ্ববিদ্যালয়ে তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হচ্ছে।

অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড প্রফেশনালস (ইউবিপি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার ভিত্তিতে সর্বোচ্চ তিনজনকে “চ্যাম্পিয়ন” হিসেবে ঘোষণা করা হবে। 

সেখান থেকে জাতীয় পর্যায়ের জন্য বাছাই করা হবে সেরা ১০ জনকে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা পাবেন মাইক্রোসফট সার্টিফিকেশন অর্জনের সুযোগ। 

এছাড়া নির্বাচিত এলএস (লংলিস্টেড) প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩ জনকে নিয়ে আয়োজিত হবে ‘গালা রাউন্ড’, যার আগে থাকবে একটি বিশেষ গ্রুমিং সেশন। গালা রাউন্ডের বিজয়ীরা অংশ নেবেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট প্রতিযোগিতায়।

আজকের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ভি টিউটর বাংলাদেশ–এর কো-ফাউন্ডার ও চিফ ট্রেনিং অফিসার কাজী শামীম, কো-ফাউন্ডার ও চিফ একাডেমিক অফিসার মুত্তাকি ফারুক, ভি টিউটর–এর ১৫ জন স্বেচ্ছাসেবক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম তবে কি নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ? শিরোনাম বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হলো মাইক্রোসফট অফিস স্পেশালিস্ট চ্যাম্পিয়নশিপ শিরোনাম আ.লীগ নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল শাহবাগ শিরোনাম ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড শিরোনাম পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দাবি ভারতের শিরোনাম ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ