ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো এক মহতী স্বাস্থ্যসেবা ক্যাম্প, যেখানে প্রায় আট শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা গ্রহণের সুযোগ পেলেন। বাংলাদেশ শিশু হাসপাতাল এন্ড ইনস্টিটিউটের অধ্যাপক ডা. এসএম খালিদ মাহমুদ শাকিলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় শুক্রবার, ৯ মে ২০২৪, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) মাঠে এই জনকল্যাণমূলক ক্যাম্পটি দিনভর মুখরিত ছিল।
এই স্বাস্থ্য ক্যাম্পে আগত রোগীদের জন্য চক্ষু ও শিশু রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। শুধু তাই নয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়। বিশেষত, ছানি রোগে আক্রান্ত ৫০ জনেরও বেশি রোগীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
সকাল বেলায় এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশ্বব্যাংকের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার (স্বপন)। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সাথে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে ড. জিয়াউদ্দিন হায়দার (স্বপন) বলেন, আমরা এর আগেও একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছিলাম। এটি আমাদের দ্বিতীয় প্রয়াস, যার প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে চিকিৎসা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার মতো মৌলিক অধিকারগুলো পৌঁছে দেওয়া। বিএনপির ৩১ দফাতেও এই বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল বরিশালের ব্যবস্থাপক শেখ মোহাম্মদ আলী আশরাফ লিখন। দিনব্যাপী এই সেবাযজ্ঞে মূল্যবান চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক ডা. শফিকুল ইসলাম, ডা. সুদীপ কুমার বিশ্বাস, ডা. বেনজির বুশরা এবং ডা. হাসান সালেহীন।
এই মহতী উদ্যোগের ফলে ঝালকাঠির অসংখ্য মানুষ বিনামূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ লাভ করলেন, যা নিঃসন্দেহে একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে সকলের কাছে সমাদৃত হয়েছে।
স্থানীয় সমাজকর্মী ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম সিকদার গভীর প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ড. জিয়াউদ্দীন হায়দার আমাদের ঝালকাঠির জন্য এক আশীর্বাদস্বরূপ। এই অঞ্চলে তার পদচারণা স্বাস্থ্যসেবার উন্নয়নসহ জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণে এক বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
অন্যদিকে, প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডা. শাকিল কেবল একজন মানব সেবকই নন, একজন দক্ষ সংগঠকও বটে। আমরা আশা করি, তাদের সম্মিলিত এই মহতী কার্যক্রম অত্র জেলার প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com