ঢাকা, ১৫ এপ্রিল, ২০২৫
Banglar Alo

শেয়ারবাজারে ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ল

Publish : 07:23 AM, 12 April 2025.
শেয়ারবাজারে ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ল

শেয়ারবাজারে ব্যাংকের বিশেষ তহবিলের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক :

দেশের পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের জন্য গঠিত ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ প্রায় দুই বছর বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। 

মঙ্গলবার (৮ এপ্রিল) এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। বিশেষ তহবিলের মেয়াদ শেষ হয়েছিল গত ফেব্রুয়ারিতে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বেড়েছে।

ব্যাংকগুলোতে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, দেশের পুঁজিবাজারে বিরাজমান অস্থির অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন অংশীজন ও বিনিয়োগকারী ব্যাংকের মতামত এবং বাংলাদেশ ব্যাংকের নিজস্ব পর্যালোচনায় পরিস্থিতি উন্নয়ন তথা আর্থিক খাতের সার্বিক স্থিতিশীলতার স্বার্থে বিশেষ এ তহবিলের মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

এক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। শর্তের মধ্যে রয়েছে বর্ধিত সময় তথা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বিশেষ তহবিলের বিনিয়োগ স্থিতি ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। এজন্য ব্যাংকের পরিচালনা পর্ষদ অনুমোদিত একটি কর্মপরিকল্পনা আগামী এক মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর এ তহবিলের অবশিষ্ট বিনিয়োগ থাকলে তা পুঁজিবাজারে বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে এবং আবশ্যিকভাবে পুঁজিবাজারে বিনিয়োগ সংশ্লিষ্ট বিবরণীতে রিপোর্ট করতে হবে।

বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানোর পাশাপাশি এ তহবিলের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো সুবিধা নেওয়ার মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। আগের নির্দেশনা অনুযায়ী রেপোর মেয়াদ ছিল গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বাংলাদেশ-ভারতে একই সময়ে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা, খুশি জেলেরা শিরোনাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে যা বললেন জামায়াত আমির শিরোনাম রাতের মধ্যে ঢাকাসহ ১৪ জেলায় ঝড়ের আভাস শিরোনাম এবারের শোভাযাত্রা বাংলাদেশের প্রাণের উৎসব : সংস্কৃতি উপদেষ্টা শিরোনাম নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ফ্যাসিস্টরা : নাহিদ ইসলাম শিরোনাম ‘বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাকে বিগত সময়ে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে’