কিউইদের বিপক্ষে বাংলাদেশের জয় চাইছে পাকিস্তান
বাংলাদেশের পর পাকিস্তানের বিপক্ষেও জয়; এই মুহূর্তে টানা দুই জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। তবে গ্রুপ ‘এ’ থেকে সেমিতে ওঠার সম্ভাবনা এখনও চারটি দলের রয়েছে। পাকিস্তান টানা দুটি ম্যাচ হারলেও বাদ পড়েনি আসর থেকে। এখন পর্যন্ত এই গ্রুপে বাকি রয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড, ভারত-নিউজিল্যান্ড এবং বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ। ভারত বাদে এই গ্রুপের বাকি তিনটি দলেরই একটি করে ম্যাচ জেতার সম্ভাবনা থাকছে। বাংলাদেশ যদি আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। নিউজিল্যান্ডকে যদি ভারত হারিয়ে দেয় আর পাকিস্তান যদি বাংলাদেশের বিপক্ষে জয় পায়, তাহলে তিনটি দলেরই একটি করে জয় হবে। সে ক্ষেত্রে প্রথমে রান রেট দেখা হবে। তাই সেমির সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পাকিস্তান এখন বাংলাদেশের দিকে তাকিয়ে।
আর নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে এবং বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জেতে, তখন সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আর নিউজিল্যান্ড যদি ভারতকে হারায় এবং বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে যায়, সেমিফাইনালে উঠবে নিউজিল্যান্ড।
এর বাইরেও একটি হিসাব থাকবে। নিউজিল্যান্ড ও বাংলাদেশ দুই দলই যদি নিজেদের ম্যাচ জেতে, তখন দুই দলেরই পয়েন্ট হবে ৪ করে। সে ক্ষেত্রে সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটে। তবে এসব জটিল হিসাবের প্রয়োজন হবে তখনই, যখন বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিতবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com