হামজার অভিষেক, শুরুর একাদশে নেই জামাল
ভারতের বিপক্ষে শিলংয়ে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হচ্ছে ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি ও প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। শুরুর একাদশে আছেন তিনি।
তবে বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া নেই শুরুর একাদশে। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।
বাংলাদেশ শিলংয়ে পা রেখেছে ২৪ সদস্যের দল নিয়ে। সে দল থেকে এক জন বাদ পড়তেনই। কোচ কাবরেরা অন্য একজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে কাজেমের চোটে সিদ্ধান্ত বদলাতে হলো তাকে।
কাজেম কিরমানি হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন এই ম্যাচ থেকে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com