সালাহ জাদুতে সিটিকে হারিয়ে শীর্ষে লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে শক্ত অবস্থান গড়ে নিয়েছে লিভারপুল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে অলরেডরা। ইতিহাদ স্টেডিয়ামে রোববার রাতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিভারপুলের হয়ে জয়ের নায়ক ছিলেন মোহাম্মদ সালাহ।
মিশরীয় ফরোয়ার্ড নিজে একটি গোল করার পাশাপাশি ডমিনিক সোবোস্লাইকে দিয়ে করিয়েছেন আরেকটি। এই জয়ে ২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান আরও মজবুত করেছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা এগিয়ে ১১ পয়েন্ট, যদিও আর্সেনাল এক ম্যাচ কম খেলেছে। অন্যদিকে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে ম্যানচেস্টার সিটি। টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে পেপ গার্দিওলার দলের। এখন তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করা।
ম্যাচের ১৪ মিনিটেই লিভারপুল এগিয়ে যায়। কর্নার থেকে পাওয়া বলে সালাহর নেওয়া শট সিটি ডিফেন্ডার নাথান আকের গায়ে লেগে জালে জড়ায়। চলতি মৌসুমে এটি তার ২৫তম গোল, যা তাকে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রেখেছে। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডমিনিক সোবোস্লাই। সালাহর বাড়ানো পাস থেকে তিনি সিটির রক্ষণ ভেদ করে সহজেই গোল করেন। দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে হতাশ সিটি সমর্থকরা, অনেকেই খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান।
এই জয়ে ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবারের মতো লিগের দুই লেগেই ম্যানচেস্টার সিটিকে হারানোর কীর্তি গড়ল লিভারপুল। আর এই জয়ের ফলে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও সুসংহত করল তারা।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com