লিভারপুল ম্যাচেও হলান্ডকে নিয়ে শঙ্কা
আসছে লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচেও আর্লি হলান্ডকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। ম্যানচেস্টার সিটির সেরা তারকাকে নিয়ে আশাবাদী নন কোচ পেপ গার্দিওলা। গত শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলার শেষ দিকে হাঁটুতে চোট পান হলান্ড। ৪-০ গোলে জেতা ওই ম্যাচের ৮৮তম মিনিটে তিনি মাঠ ছাড়লেও তখন তার মুখে ছিল হাসি, এতে স্বস্তি পেয়েছিলেন কোচ।
কিন্তু চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্কোয়াডে থাকলেও মাঠে নামতে পারেননি হলান্ড। ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে চলা দলটি সেদিন ৩-১ গোলে ধরাশায়ী হয়ে ইউরোপ সেরার মঞ্চ থেকে বিদায় নেয়। যদিও লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা কার্যত অনেক আগেই শেষ হয়ে গেছে গার্দিওলার শিষ্যদের। তবে টেবিলের শীর্ষ চারে অবস্থান নিশ্চিত করতে ছন্দে ফেরা গুরুত্বপূর্ণ। এমন অবস্থায় দলের সেরা স্কোরারকে ফিরে পাওয়া খুব জরুরি।
গার্দিওলা বলেন, ‘(লিভারপুলের বিপক্ষে হলান্ড খেলবে কিনা) এখনও আমি জানি না। আগামীকাল জানতে পারব। হয়তো সে খেলবে, আমি আশাবাদী, কিন্তু আমি এখনও জানি না। আমরা আজ ও আগামীকাল অনুশীলন করব, এরপর তার অবস্থা মূল্যায়ন করা হবে।’ এদিন বরং আরেকটি দুঃসংবাদ পেয়েছে গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ঊরুর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্স।
প্রিমিয়ার লিগে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি, শীর্ষস্থানে থাকা লিভারপুলের চেয়ে ১৭ পয়েন্টে পিছিয়ে। আগামী রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে সিটি ও লিভারপুল।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com