আমলার বাইরে থেকে মেট্রোরেলে এমডি
মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন ফারুক আহমেদ। বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন এ প্রকৌশলী কোম্পানির প্রথম এমডি, যিনি প্রশাসন ক্যাডারের আমলা নন।
আওয়ামী লীগ আমলে এমডি নিয়োগের শর্ত পরিবর্তন করে আমলাদের জন্য সুবিধা করা হয়। এমডি পদের যোগ্যতা হিসেবে ‘যোগাযোগ খাতের সাবেক সচিব’ শর্ত যোগ করা হয়। এতে ২০১৬ সালের অক্টোবরে সদ্য সাবেক সড়ক পরিবহন সচিব এম এ এন ছিদ্দিক এমডি পদে নিয়োগ পান। তিনি গত সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অতিরিক্ত সচিব আবদুর রউফকে দায়িত্ব দেওয়া হয়। স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রকৌশলী ডিগ্রিসহ বৈশ্বিকভাবে কাজ করা বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয় বিজ্ঞপ্তিতে।
নিয়োগ পেতে দেশি-বিদেশি ৭৬ জন আবেদন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি আবেদনকারীদের মধ্য থেকে সাতজনকে বাছাই করে। তা থেকে ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়। তাঁর অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হংকং– পাঁচটি দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। ৩৭ বছরের কর্মজীবনের ২৫ বছর তিনি কাজ করেছেন মেট্রোরেল খাতে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশন চালু করার কাজেও যুক্ত ছিলেন ফারুক আহমেদ।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com