ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

‘গুডবাই জুন’ দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে কেট উইন্সলেটের

Publish : 02:28 AM, 19 February 2025.
‘গুডবাই জুন’ দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে কেট উইন্সলেটের

‘গুডবাই জুন’ দিয়ে পরিচালনায় অভিষেক হচ্ছে কেট উইন্সলেটের

বিনোদন ডেস্ক :

নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অস্কার জয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। নেটফ্লিক্সের 'গুডবাই জুন'-চলচ্চিত্র দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করছেন  তিনি। পাশাপাশি সিনেমাটি প্রযোজনা ও এতে অভিনয়ও করবেন কেট।

কেট ছাড়াও এতে অভিনয় করেছেন টনি কোলেট, জনি ফ্লিন, অ্যান্ড্রিয়া রাইজবোরো, টিমোথি স্প্যাল ও হেলেন মিরেন। ছবিটির চিত্রনাট্য লিখেছেন উইন্সলেটের ছেলে জো অ্যান্ডারস।

কেটের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন কেট সলোমন।

কেটের নতুন সিনেমা 'লি'-এরও প্রযোজক ছিলেন সলোমন। সিনেমাটি মডেল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফটোগ্রাফারে পরিণত হওয়া মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের বায়োপিক। কেট এতে এলিজাবেথ লি মিলারের ভূমিকায় অভিনয় করেন।

কেট এই চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন এবং 'লি' বছরের সেরা ব্রিটিশ চলচ্চিত্র বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করে।

নেটফ্লিক্স 'গুডবাই জুন'কে একটি 'মর্মস্পর্শী, তবে হাস্যকর' হিসেবে বর্ণনা করেছে। শিগগিরই যুক্তরাজ্যে এর নির্মাণ কাজ শুরু হবে।

এর আগে 'লি' সিনেমার প্রচারণার সময় 'হাউ টু ফেইল' পডকাস্টে এলিজাবেথ ডে'র সঙ্গে আলাপকালে কেট জানান, আগে না চাইলেও এখন তিনি ক্যামেরার পিছনে কাজ করতে চান।

তিনি জানান, এতদিন অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন কেন আমি সিনেমা পরিচালনা করছি না। এতদিন আমি এই অনুরোধ করতে নিষেধ করতাম।

নারী পরিচালকদের উদ্দেশে কেট বলেছেন, আমরা যত বেশি এটা (পরিচালনা) করব, তত বেশি অন্যরা এই কাজে আসার অনুপ্রেরণা পাবে।

'লি' ছাড়াও কেট সম্প্রতি এইচবিওর লিমিটেড সিরিজ 'দ্য রেজিম'-এ অভিনয় করেন। এতে অভিনয়ের জন্যও তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং একই অনুষ্ঠানে একাধিক চরিত্রের জন্য মনোনয়ন পাওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন।

২০০৯ সালে 'দ্য রিডার' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন কেট উইন্সলেট।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম অচেনা বাংলাদেশি প্রতিষ্ঠানকে ২৯ মিলিয়ন ডলার দিয়েছিল যুক্তরাষ্ট্র শিরোনাম মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ ৬০০ অভিবাসী আটক শিরোনাম বিএনপি অন্যায়ের সঙ্গে আপস করে না শিরোনাম এনআইডি জালিয়াতির দায়ে ইসির ৬ কর্মচারী বরখাস্ত শিরোনাম ২৫ ফেব্রুয়ারি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো শিরোনাম চীনে বাদুড়ের দেহে মিলল নতুন করোনা ভাইরাস