ঢাকা, ০৪ এপ্রিল, ২০২৫
Banglar Alo

শেষের মঞ্চে রিয়াদ-মুশফিক

Publish : 06:20 AM, 16 February 2025.
শেষের মঞ্চে রিয়াদ-মুশফিক

শেষের মঞ্চে রিয়াদ-মুশফিক

স্পোর্টস ডেস্ক :

একচল্লিশ চলছে তাঁর যেন একুশের গতিতে! তারপরও এই আসরই যে তাঁর শেষ, সেটা ঘোষণা দিয়েই নামছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া ক্রিকেটারদের মধ্যে তিনিই যে সবচেয়ে বয়সী, তাতে সন্দেহ নেই। তাঁর পরেই যারা বয়সে সিনিয়র রয়েছেন, তাদের মধ্যে আটত্রিশ ছুঁইছুঁই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ছত্রিশের বিরাট কোহলিও ইঙ্গিত দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই এই ফরম্যাট থেকে অবসর নেবেন। 

তবে আটত্রিশের মুশফিকুর রহিম কিংবা ঊনচল্লিশ চলা মাহমুদউল্লাহ রিয়াদ এখনও তেমন কোনো ঘোষণা দেননি। তবে বাস্তবতা এটাই যে তাদের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই আইসিসির শেষ আসর হতে যাচ্ছে। এবং দলের এই দুই সিনিয়রের জন্য শেষ চ্যালেঞ্জটাও হতে যাচ্ছে দুবাই আর রাওয়ালপিন্ডিতে ভালো কিছু করার। শেষবার ২০১৭ সালে ইংল্যান্ডে এই টুর্নামেন্ট খেলেছিলেন তারা। সেবার সেমিফাইনালে উঠেছিল দল। অতীত বলে সেবার তারা দু’জনই দারুণ কিছু ইনিংস উপহার দিয়েছিলেন দলকে। এবারও তাদের অভিজ্ঞতা কাজে দেবে বলেই মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ‘তাদের অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে চাওয়া, তারা যেন নিজেদের অভিজ্ঞতা সবাইকে দেন। তাদের ভাবনা যেন মাঠের ভেতর শেয়ার করেন।’ ওয়ানডে ফরম্যাটের এই চ্যাম্পিয়ন্স টুর্নামেন্ট খেলতে গতকাল রাতে দুবাই ছেড়েছে বাংলাদেশ দল।

যেখানে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামবেন মুশফিকরা। এর আগে অবশ্য সোমবার সেখানে পাকিস্তান ‘এ’ দল খ্যাত শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন তারা। আসরে অংশ নেওয়া আট দলের মধ্যে বাংলাদেশ আর আফগানিস্তানই এই মাসে কোনো ওয়ানডে সিরিজ খেলেনি। সেই হিসেবে প্রস্তুতির ঘাটতি থেকেই যাচ্ছে। যদিও আফগানরা আগামী এক সপ্তাহের মধ্যে নিউজিল্যান্ডের সঙ্গে একটি অনুশীলন ম্যাচ খেলবে। সঙ্গে পাকিস্তানের শাহিনসের বিপক্ষে দুটি। সেই হিসেবে পিছিয়ে মুশফিকরা। 

যদিও অধিনায়ক শান্ত বলে গিয়েছেন, ‘এই সংস্করণে আমরা ছোটবেলা থেকে অনেক খেলি। সুতরাং মানিয়ে নিতে সমস্যা হবে না।’ আসলেই কি ব্যাপারটি তেমন। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছে গেল ডিসেম্বরে উইন্ডিজের মাটিতে। মুশফিক তাঁর শেষ ওয়ানডে খেলেছেন এরও আগে শারজাহতে নভেম্বরে। মুশফিকের ব্যাট থেকে সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি এসেছে ২৭ ম্যাচ আগে ২০২৩ সালের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে। মাঝে হাফ সেঞ্চুরি ছয়টি। মুশফিক নিজেও হয়তো এই পারফরম্যান্সে সন্তুষ্ট নন। রেকর্ড বলে আইসিসি টুর্নামেন্টে ভালো করার আগে মুশফিক তাঁর আগের সিরিজগুলোতে পারফর্ম করে থাকেন। ২০১৭ চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা আর ভারতের বিপক্ষে ৭৯ ও ৬১ রানের দারুণ দুটি ইনিংস খেলেছিলেন। এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি কাছাকাছি দুটি কার্যকরী ইনিংস ছিল তাঁর। ওই সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদও তিনটি ম্যাচে দারুণ কিছু পারফর্ম করেছিলেন। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।

সেই হিসেবে রিয়াদ এবারও দারুণ কিছু করার ইঙ্গিতই রাখছেন। সর্বশেষ চারটি ওয়ানডেতে তাঁর স্কোর ৮৪*, ৬২, ৫০* ও ৯৮! তা ছাড়া বিপিএলেও কার্যকরী কিছু ইনিংস খেলেছেন তিনি। এবার আসর শুরুর আগে রিয়াদের মতো অন্য দলের অভিজ্ঞরাও তাদের শেষের চ্যালেঞ্জে ভালো কিছু করার ইঙ্গিত দিচ্ছেন। 

এই তো সেদিন রোহিত শর্মা ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ রান করলেন, কোহলিও আহমেদাবাদে পেলেন ৫২ রান। নিউজিল্যান্ডের কেন উইলিয়াসন লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৩ করে দলকে জেতালেন। প্রোটিয়াদের মধ্যে অভিজ্ঞ ব্যাটার ক্লাসেন করাচিতে ৮৭ রান করলেন। আর পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তো সালমান আগাকে নিয়ে রেকর্ড রান তাড়া করে ম্যাচই জেতালেন। হাওয়া বলছে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে হয়তো বয়স্করা বাজিমাত করবেন; সেখানে মুশফিক-রিয়াদও থাকবেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, ১০ এপ্রিল থেকেই এসএসসি পরীক্ষা শিরোনাম ইচ্ছে পূরণে ট্রাম্পের সবচেয়ে বড় জুয়া শিরোনাম আইপিএলে নতুন উচ্চতায় ভুবনেশ্বর, ছুঁয়ে ফেললেন রেকর্ড শিরোনাম ট্রাম্পের শুল্কারোপ ১০০ বছরে বিশ্ববাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন শিরোনাম কতটা ‘বরবাদ’ করতে পারলেন শাকিব খান? শিরোনাম বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূলরেখা ভারতের, দাবি এস জয়শঙ্করের