অন্তিম সময়ের গোলে লিভারপুলকে রুখে দিল এভারটন
ম্যাচের তখন আর কয়েক সেকেন্ড মাত্র বাকি। জয়ের প্রহর গুনছে লিভারপুল। তবে সেই সময়েই দৃশ্য বদলে গেল। দারুণ এক গোলে ফেভারিটদের রুখে দিল এভারটন। ২-২ গোলে শেষ হয় ম্যাচটি।
ইংলিশ প্রিমিয়ার লিগে গুডিসন পার্কে ১১তম মিনিটে বেতোর গোলে এভারটন এগিয়ে যাওয়ার পর ১৬তম মিনিটে সমতা টানেন আলেক্সিস মাক আলিস্তের। দ্বিতীয়ার্ধে ৭৩তম মিনিটে মোহামেদ সালাহর গোলে জয়ের সুবাস পাচ্ছিল লিভারপুল। কিন্তু শেষ মিনিটে গোল করে তাদের মুঠো থেকে পয়েন্ট ছিনিয়ে নেন জেমস তার্কোভস্কি।
শেষ দিকে অতি উচ্ছ্বাসে মাঠে ঢুকে পড়েন কয়েকজন দর্শক। শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের দুকুরে। লিভারপুল কোচ স্লটকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে গিয়ে লিভারপুলের কার্টিস জোন্স বহিষ্কার হন।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল লিভারপুল। গত সপ্তাহে দ্বিতীয় স্তরের দল প্লাইমাউথের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় তারা। এবার প্রিমিয়ার লিগে জয়ের আশা জাগিয়েও পারল না দলটি।
অবশ্য এই এক পয়েন্টেই লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে আরেকটু এগিয়ে গেল লিভারপুল। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল।
এবারের লিগে অবশ্য খুব একটা ভালো অবস্থায় নেই এভারটন। ২৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ডেভিড ময়েসের দল।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com