ব্লিংকেন, সুলিভানের নিরাপত্তা প্রত্যাহার
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের পর এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের নিরাপত্তা অনুমোদন বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে তারা আর কোনো গোপন সরকারি তথ্য বা গোয়েন্দা রিপোর্ট দেখতে পারবেন না। শনিবার হোয়াইট হাউসের কর্মকর্তারা এ তথ্য জানান।
নিরাপত্তা ছাড়পত্রধারী ব্যক্তিরা প্রবেশ সীমিত থাকা জায়গাগুলোতে যেতে পারেন এবং দায়িত্ব ছাড়ার পরও কিছু গোয়েন্দা তথ্য পান। সাধারণত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা প্রতিদিনের গোয়েন্দা ব্রিফিংয়ের আলোকে বর্তমান প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ে উপদেশ দিতে পারেন। নিরাপত্তা অনুমোদন বাতিল হওয়ায় গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আর প্রতিদিনের ব্রিফিং পাবেন না বাইডেন। ২০২১ সালে বাইডেনও তাঁর পূর্বসূরি ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com