লিবিয়া উপকূলে ২০ লাশ, বাংলাদেশি থাকার শঙ্কা
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের ব্রেগা তীর থেকে ২০ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে বাংলাদেশি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে পোস্টে জানানো হয়, ব্রেগা তীর থেকে দুই দিনে বেশ কয়েক অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানতে পেরেছে দূতাবাস। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে আসে। উদ্ধার হওয়া লাশের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তবে এ বিষয়ে দূতাবাস নিশ্চিত হতে পারেনি। বিস্তারিত তথ্যের জন্য স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে তারা।
দূতাবাসের ফেসবুক পোস্টে আরও বলা হয়, ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের দাপ্তরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে।
শনিবার দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যে স্থানে লাশ উদ্ধার হয়েছে, সেখানে যাওয়ার অনুমতি দূতাবাস পায়নি। লাশগুলো পচে যাচ্ছিল। একটিরও জাতীয়তা সংক্রান্ত নথিপত্র মেলেনি। পরিচয় শনাক্ত না হওয়ায় লাশগুলো ব্রেগা তীর থেকে ৪০ কিলোমিটার দূরে আজদাদিয়ায় সমাহিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com