ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

এবার জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত

Publish : 10:54 AM, 21 January 2025.
এবার জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত

এবার জার্সিতে পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত

ক্রীড়া ডেস্ক :

১৯৯৬ সালের পর আবারও পাকিস্তানে হচ্ছে বড় কোনো আইসিসি ইভেন্ট। বেশ জলঘোলা করেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করছে পাকিস্তান।

ভারতের আপত্তিতে কদিন আগেও অনিশ্চিত ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন। তবে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে পাকিস্তানের তিন ভেন্যু ও দুবাইয়ে হবে টুর্নামেন্ট। 

ভেন্যু নিয়ে জটিলতার পর এবার নতুন করে জার্সি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে দাবি করা হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানের নাম ভারতীয় দলের জার্সিতে রাখতে চায় না বিসিসিআই। 

এমন খবর ছড়াতেই ক্ষিপ্ত হয়ে উঠেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি, খেলার মধ্যে অযথা রাজনীতি করছে বিসিসিআই। বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হতে পারে তারা।

সাধারণত মেগা টুর্নামেন্টের আয়োজক দেশের নাম জার্সিতে লেখার নিয়ম রয়েছে। সে হিসেবে হাইব্রিড মডেলে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজকস্বত্ব পাকিস্তানের কাছেই থাকছে। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে কি সেই প্রথার অন্যথা ঘটবে? পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখতে চায় না টিম ইন্ডিয়ার কর্তৃপক্ষ। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। 

গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির কর্মকর্তা। তার কথায়, ‘ক্রিকেটে রাজনীতি ঢোকাচ্ছে বিসিসিআই। ওরা পাকিস্তানে আসতে চায়নি। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অধিনায়ককে পাঠাতে চায় না। এখন শুনছি আয়োজক দেশ পাকিস্তানের নামও নাকি জার্সিতে লিখবে না। আশা করি আইসিসি এমনটা হতে দেবে না। পাকিস্তানের পাশে থাকবে আইসিসি।’

প্রসঙ্গত, দিনকয়েক আগে জল্পনা ছড়ায় যে টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যেতে হতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। সেই নিয়ে বেশ আশাবাদী ছিল পাকিস্তান বোর্ড।

যদিও শেষ পর্যন্ত বিসিসিআই সূত্রের খবর, রোহিত পাকিস্তানে যাচ্ছেন না। হয়তো ভারতের অন্য কোনও প্রতিনিধিকে পাঠানো হবে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এমন পরিস্থিতিতে জার্সি নিয়ে শুরু হয়েছে নতুন সমস্যা। জার্সি বিতর্ক শেষ পর্যন্ত কোনদিকে মোড় নেয়, সেদিকে নজর রাখবে দুদেশের বোর্ডই। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কাউন্সিলের মাধ্যমে হবে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ শিরোনাম শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে শিরোনাম আমেরিকায় নতুন সাম্রাজ্যবাদ শিরোনাম বাংলাদেশের জনগণের পছন্দকে সম্মান করতে চায় চীন শিরোনাম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জন্য দেশ প্রস্তুত কিনা ভাবতে হবে শিরোনাম শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তা হবে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন