ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে

Publish : 09:57 PM, 21 January 2025.
শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে

শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের জামিন বাতিলে আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে অনেক অভিযোগ আসছে। তাদের কর্মকাণ্ড পুলিশ মনিটরিং করছে। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর নবনির্বাচিত প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধমুক্ত সমাজ গড়তে সাংবাদিকদের জোরালো সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকসহ সকলের সহযোগিতা ছাড়া একা পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা কঠিন। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক।

দীর্ঘদিন কারাগারে থাকলেও তারা সংশোধন হয়নি উল্লেখ করে তিনি বলেন, মুক্তি পাওয়ার পর তারা এমনভাবে চাঁদাবাজি ও গ্যাং কার্যক্রম শুরু করেছে যেন কিছুই বদলায়নি। শীর্ষ আসামিরা জামিনে মুক্তি পাওয়ার পর তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। আমরা শীর্ষ অপরাধীদের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করছি এবং তাদের জামিন বাতিল করার জন্য আমরা লিখব। 

শেখ মো. সাজ্জাত আলী বলেন, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন, আব্বাস আলী ওরফে ‘কিলার আব্বাস’ ও সুব্রত বাইনের মতো শীর্ষ সন্ত্রাসীদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ।

জানা গেছে,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানার তৎকালীন ওসি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়। গত ৯ জানুয়ারি দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। ওই দিন সকালেই তিনি উত্তরা পূর্ব থানার বর্তমান ওসির কক্ষ থেকে পালিয়ে যান। 

এ বিষয়ে তিনি জানান, উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে এখনও আটক করা সম্ভব হয়নি। যথাসম্ভব তিনি ভারতে পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলাজনিত কারণে সংশ্লিষ্ট দুইজনকে বরখাস্ত করা হয়েছে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চাঁদাবাজি, দখলদারিত্ব ও নিরাপত্তাহীনতা নিত্যসঙ্গী হয়ে চলছে: প্রিন্স শিরোনাম কক্সবাজারে পাসপোর্ট করতে গিয়ে গ্রেপ্তার দুই রোহিঙ্গা নারী শিরোনাম প্রকল্পের অর্থ আত্মসাৎ: রাজশাহীর সাবেক এমপি কালামের বিরুদ্ধে মামলা শিরোনাম এইচএসসির ফল জালিয়াতি: পরীক্ষা নিয়ন্ত্রক বাবা ও পরীক্ষার্থী ছেলের বিরুদ্ধে মামলা শিরোনাম খাদ্য উপদেষ্টা বললেন : চালের দাম বাড়ার আর সুযোগ দেব না, বরং কমবে শিরোনাম সাবেক ২ প্রতিমন্ত্রী ও এক এমপির বিরুদ্ধে দুদকের মামলা