আমার একমাত্র লক্ষ্য ‘আমেরিকা ফার্স্ট’: ট্রাম্প
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে আমেরিকা স্বর্ণযুগে পা দিয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় শপথের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হয়েছে। এখন থেকে সামনের দিনগুলোতে আমাদের দেশ আরও সমৃদ্ধ ও সম্মানজনক অবস্থানে উঠে আসবে। আমার একমাত্র লক্ষ্য হবে, ‘আমেরিকা ফার্স্ট’। শপথ গ্রহণের দিন ২০ জানুয়ারিকে তিনি ‘মুক্তির দিন’ হিসেবে বর্ণনা করেছেন। খবর-বিবিসি
যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার করে ট্রাম্প বলেন, আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে, নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে এবং ফিরিয়ে আনা হবে ন্যায়বিচার। আমরা একটি গর্বিত, সমৃদ্ধশালী ও স্বাধীন জাতি তৈরি করার লক্ষ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।
ভাষণে অবৈধ অভিবাসীদের দমনে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। একটি ভগ্নপ্রায় জাতিকে উদ্ধারের জন্য ঈশ্বরের দ্বারা নির্বাচিত একজন ত্রাণকর্তা হিসেবে নিজেকে চিত্রিত করেন তিনি।
যুক্তরাষ্ট্রের ‘পতনের সময়’ শেষ হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এই মুহূর্ত থেকে আমেরিকার পতনের দিন শেষ। ঠিক এখন থেকে আমেরিকার স্বর্ণযুগের সূচনা হলো। আজ থেকে যুক্তরাষ্ট্রকে দেখে ঈর্ষা করবে সব গোটা বিশ্ব। আমাদের ব্যবহার করে কেউ আর সুবিধা নিতে পারবে না।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছি। এর মধ্যে রয়েছে, আমেরিকার দক্ষিণ সীমান্তে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত। এ দুই সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করার কথা বলেন তিনি।
তিনি বলেন, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে যে ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো হবে। সেই সঙ্গে আমার ‘রিমেইন ইন মেক্সিকো’ বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি পুনরায় কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে। মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হবে নির্বাহী আদেশে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘এলিয়েনস এনিমিস অ্যাক্ট অব ১৭৯৮’ পুনর্বহাল করা হবে। এ আইনের মধ্য দিয়ে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যগুলো ‘যুক্তরাষ্ট্রের মাটিতে বিদেশি গ্যাংগুলো’ দমনে সর্বশক্তি প্রয়োগ করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com