নিখোঁজের পাঁচ দিন পর নদে মিলল স্কুলছাত্রের লাশ
নরসিংদীর বেলাবতে নিখোঁজের পাঁচ দিন পর গতকাল রোববার আড়িয়াল খাঁ নদে পাওয়া গেছে স্কুলছাত্র অনয় চন্দ্র মোদকের (১৩) লাশ। সে বেলাব উপজেলা বেলাব মাটিয়ালপাড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে এবং বেলাব পাইলট সরকারি মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, ১৪ জানুয়ারি সন্ধ্যায় অনয় বেলাব মাটিয়ালপাড়া নিজ বাড়ি থেকে শিক্ষা উপকরণ কেনার জন্য বেলাব বাজারে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার রাতেই বেলাব থানায় জিডি করে। পরে ১৬ জানুয়ারি জিডিটি মামলায় পরিণত হয়।
তবে অনয় নিখোঁজ হওয়ার পর একটি ফোন নম্বর থেকে অপহরণের কথা জানিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে পরিবার টাকা পরিশোধ করে। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার পরই ওই কলটি আসে। এর পরই মেলে অনয়ের লাশ। পুলিশ বলছে, ডিএনএ টেস্টের পরই কার লাশ, তা নিশ্চিত হওয়া যাবে। কারণ, লাশ বিকৃত হয়ে গেছে।
এরই মধ্যে গতকাল রোববার বিকেলে বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদিকান্দি এলাকার আড়িয়াল নদে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্বজন ও স্থানীয়রা লাশটি অনয়ের বলেই শনাক্ত করেন। তাদের দাবি, অনয়কে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার ও শাস্তি চেয়েছে পরিবার।
অন্যদিকে, মোবাইল নম্বর ট্র্যাক করে অপহরণকারীদের অবস্থান ভোলায় শনাক্ত করেছে পুলিশ। বেলাব থানার পুলিশের একটি টিম বর্তমানে ভোলায় অবস্থান করছে। অনয়ের চাচাতো ভাই পলাশ মোদক বলেন, মুক্তিপণ দিয়েও অনয়কে জীবিত পাইনি। দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, নিখোঁজের স্বজন ধারণা করছেন, এটি অনয়ের লাশ। ডিএনএ পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হবে। রাত ৯টায় শেখ খবর পাওয়া পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com