ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে

Publish : 05:58 AM, 14 January 2025.
চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে

চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক :

দুই দেশের সব চুক্তি ও প্রটোকল মেনেই সীমান্তে বেড়া দিচ্ছে ভারত। 

সোমবার (১২ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সাউথ ব্লক বলছে, সীমান্ত সুরক্ষিত করতেই কাঁটাতারের বেড়া, বাতি ও ডিভাইস স্থাপন করা হচ্ছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 

গত সপ্তাহে সীমান্তের কিছু জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখে।

এ ঘটনা কেন্দ্র করে রবিবার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। পরদিন ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাকারবার, অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে দুই সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল এবং চুক্তি মানা হচ্ছে বলে মো. নূরুল ইসলামকে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, সীমান্ত অপরাধ দমনে ভারত সহযোগিতামূলক ব্যবস্থা নেবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার শিরোনাম ২০২৪ সালে পবিত্র হজ ও ওমরা করেছেন ১ কোটি ৮৫ লাখ মানুষ শিরোনাম অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করল সরকার শিরোনাম কেমন হলো পিএসএলের ৬ দল শিরোনাম মরুর বুকে বার্সার রূপকথা শিরোনাম বায়িনদিরের বীরত্বে ম্যানইউর বিজয়গাথা