আনিসুল হক আরেক হত্যা মামলায় গ্রেপ্তার, শফিউল তিন দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাসানটেক থানাধীন এলাকায় মো. ফজলু হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় রউফ নামে এক যুবক নিহতের ঘটনায় হওয়া মামলায় ঢাকা-১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার আদালত এই আদেশ দেন।
এর আগে আনিসুল হককে ভাসানটেক থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ও ডিবির মিরপুর জোনের এসআই শফিকুল ইসলাম তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন। গত বছরের ৫ আগস্ট মিরপুর ১৪ নম্বর এলাকায় মো. ফজলু নিহত হন। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মোট ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত হন রউফ। এ ঘটনায় তাঁর ভাই গত ৮ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার অন্যতম আসামি সাবেক শফিউলকে গত বুধবার উত্তরার চার নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল ওই মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আল মাহমুদ শরীফ তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com