ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

বিএনপি নেতাকে মারধরের প্রতিবাদে মিছিল

Publish : 08:53 AM, 11 January 2025.
বিএনপি নেতাকে মারধরের প্রতিবাদে মিছিল

বিএনপি নেতাকে মারধরের প্রতিবাদে মিছিল

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে বিএনপি নেতা ফখরুল ইসলাম সরকারের ওপর অতর্কিত হামলা ও মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান তারা। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে বাঘের বাজার এলাকার সাফারি পার্ক সড়কে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাওসার মোল্লাহর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা গত বুধবার রাতে সদর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ফখরুল সরকারের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁকে পিটিয়ে গুরুতর আহত করে। ফখরুল গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

জেলা বিএনপির কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন বলেন, কাওসার মোল্লাহর নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফখরুল সরকারের ওপর হামলা করে। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা কবির, জাসাস নেতা জসীম ও জাহিদকেও আহত করে হামলাকারীরা।

গাজীপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক অভিযুক্ত কাওসার মোল্লাহ বলেন, ঘটনা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এর সঙ্গে তাঁকে কেন জড়ানো হচ্ছে, তাও তিনি জানেন না। 

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম জানান, বাঘের বাজারের ময়লা পরিষ্কার নিয়ে একজন অভিযোগ দিয়েছিলেন। বুধবার মীমাংসাও হয়েছে। যদি দলীয় নেতাকর্মীরা এ নিয়ে ঝামেলায় জড়ায়, সেটা দলীয়ভাবেই সমাধান করবে নেতাকর্মীরা।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১৫ বছর পর পেনশনসহ অবসরের অনুমতি দেওয়ার প্রস্তাব শিরোনাম বাংলাদেশ ব্যাংকে গোপন ৩০০ লকারে অভিযান চালাবে দুদক শিরোনাম প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা শিরোনাম সেন্ট্রাল নয়, স্বতন্ত্র হওয়ার পক্ষে তিতুমীরের শিক্ষার্থীরা শিরোনাম ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসার ঘোষণা দিলেন হাসনাত শিরোনাম শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসির ৯ আসামিসহ সবাই খালাস