রোববার ভারতের অভিশাপ!
ভারতে ছুটির দিন রোববার। দিনটি তাই তাদের কাছে সুপার সানডে। তবে ক্রিকেটীয় দিক থেকে এই দিনটি ভারতীয়দের জন্য মোটেই সুপার নয়। কারণ এই দিনেই বড় বড় ম্যাচে হেরে বসে ভারতীয় দল। এই দিনটি যেন অভিশাপ হয়েই আসে ভারতের জন্য।
যেমন রোববার (৮ ডিসেম্বর) একই দিনে হেরেছে ভারতের আলাদা তিনটি ক্রিকেট দল! দিনের শুরুটা অ্যাডিলেডে। রোহিত-কোহলিদের ভারতকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে অস্ট্রেলিয়া। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে ভারত হেরেছে ১০ উইকেটে।
অজিদের লক্ষ্য দিতে পেরেছিল মোটে ১৯ রানের। একই দিন ব্রিসবেনে আরেকবার ভারতকে হারায় অস্ট্রেলিয়া। এবার শিকার নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় নারীরা অসি নারীদের কাছে হারে ১২২ রানের বিশাল ব্যবধানে।
ভারতের জার্সির রঙ নীল। নীলকে আবার অনেকে বেদনার প্রতীক ভাবে। বেদনার ষোলোকলা পূর্ণ হলো দুবাইয়ে। তাসমান সাগর থেকে মরুর তপ্ত বালি-ভাগ্য ফেরেনি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও ভারতীয় ক্রিকেট দল মাঠ ছেড়েছে মাথা নিচু করে। ব্যাটে-বলে দুরন্ত পারফর্মের প্রদর্শনী দেখিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতকে হারিয়েছে ৫৯ রানে।
কদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ আইসিসি সভাপতির দায়িত্ব নেন। ক্রিকেটের বড় কর্তা হয়ে সপ্তাহের ব্যবধানে একই দিনে দেখলেন নিজ দেশের তিনটি হার।
ভারতীয় সমর্থকদের উৎসব পণ্ড করে প্রথমে অস্ট্রেলিয়া, পরে উল্লাসে মেতেছে বাংলাদেশ। অন্যদিকে, ব্লু আর্মিদের সুপার সানডে যেন অবধারিতভাবেই পরিণত হয়েছে ফ্লপ সানডেতে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com