রোকেয়া পদক পাচ্ছেন বর্ষীয়ান দাবাড়ু রাণী হামিদ
সম্মানজনক রোকেয়া পদক পাচ্ছেন দেশের বর্ষীয়ান দাবাড়ু রাণী হামিদ। জাতীয় ক্ষেত্রে অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৯ ডিসেম্বর) কিংবদন্তি এই দাবাড়ুর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হবে।
রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তার ছেলে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভূমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’
চার দশকেরও বেশি সময় ধরে দাবার বোর্ডে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন রাণী হামিদ। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙেরীতে দাবা অলিম্পিয়াড খেলেছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ।
জানা গেছে, আগামীকাল সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পদক অনুষ্ঠান হবে। প্রধান উপদেষ্টা ড.ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন।
রাণী হামিদ এর আগে ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com