ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

টি- টোয়েন্টি সিরিজ হেরে গেল বাংলাদেশ

Publish : 02:22 AM, 08 December 2024.
টি- টোয়েন্টি সিরিজ হেরে গেল বাংলাদেশ

টি- টোয়েন্টি সিরিজ হেরে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

ওয়ানডে সিরিজে যে ব্যাটিং নিয়ে গর্ব করেছিল বাংলাদেশ নারী দল। সেই ব্যাটিংই দলকে ডোবালো টি- টোয়েন্টি সিরিজে। টানা দুই ম্যাচ হেরে টি- টোয়েন্টি সিরিজ খোয়ালো বাংলাদেশ। সিলেটে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজ আগেভাগেই জিতে নিলো আয়ারল্যান্ড।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানে জয় পায় আয়ারল্যান্ড। সিলেটের নয়নাভিরাম স্টেডিয়ামে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের আনন্দে মেতে উঠে আইরিশ নারীরা।

টস জিতে আগে ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ৫ উইকেটে ১৩৪ রান করে। জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৭.১ ওভারে। সবকটি উইকেট হারিয়ে ৮৭ রানে অলআউট বাংলাদেশ। আগের ম্যাচে মাত্র ১২ রানে ম্যাচ হারলেও প্রাপ্তির ছিল অনেক কিছু। লক্ষ্য তাড়ায় ১৫৭ রান তুলেছিল। অথচ একদিনের ব্যবধানে ব্যাটিং একেবারেই ছন্নছাড়া। 

বাংলাদেশের অধিনায়ক ম্যাচের ফলের থেকে প্রক্রিয়া অনুসরণ ও ধারাবাহিকতায় জোর দেন। অথচ এই ম্যাচে ব্যাটিংয়ের করুণ দশা রীতিমতো ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। চারে নামা শারমিন আক্তার কেবল লড়াই করেছেন। ৪৩ বলে করেন ৩৮ রান। এছাড়া স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ২০ রান। বাকিরা স্রেফ এসেছেন আর ফিরেছেন। দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেনি আট ব্যাটসম্যান। পরাজয়টা তাই লেখা হয়ে যায় অতি সহজেই। 

বল হাতে আইরিশদের সেরা ছিলেন ওরলা প্রেন্ডারগাস্ট। ৩.১ ওভারে ১৩ রানে তার শিকার ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন অ্যারলিন কেলি ও লউরা ডেনালি। 

এর আগে আয়ারল্যান্ডের শুরুটা ছিল ভালো। অধিনায়ক গ্যাবি লুইস ও অ্যামি হান্টার ৩৪ রান যোগ করেন। ১৪ রানের ব্যবধানে দুই ওপেনার সাজঘরে ফিরলেও তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। ওরলা প্রেন্ডারগাস্ট ও লিয়া পল দলকে টেনে নেন ৭৫ রান পর্যন্ত।

লিয়া পলের ব্যাট থেকে ১৬ রান এলেও ওরলা দ্যুতি ছড়িয়ে যান। তাকে চতুর্থ উইকেটে সঙ্গ দেন লাউরা ডেনালি। প্রতি আক্রমণে গিয়ে দুজন রান তোলার গতি বাড়ান। অবশ্য বাংলাদেশের বোলাররাও ছিলেন হিসেবি। তারাও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। তাতে আইরিশদের ১৩৪ রানে বেঁধে রাখতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন ডেনালি। ২৫ বলে ৪ চারে সাজান ইনিংসটি। ওরলা সমান বলে ৩ চার ও ১ ছক্কায় করেন ৩২ রান।

বাংলাদেশের বোলারদের হয়ে নাহিদা আক্তার ২ উইকেট নিয়ে ছিলেন সেরা। এজন্য ২০ রান খরচ করেন তিনি। এছাড়া ১টি করে উইকেট নেন জাহানারা, জান্নাতুল ও ফাহিমা। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা