নতুন করে কোন অভিনেত্রীর প্রেমে মজেছেন শুভমান?
কখনও সাইফকন্যা সারা আলি খান, কখনও শচীনকন্যা সারা টেণ্ডুলকার। আবার কখনও বলিউডের উঠতি অভিনেত্রী রিধিমা পণ্ডিত। প্রেমের সম্পর্ক নিয়ে বহুবার তাদের সঙ্গে নাম জড়িয়েছে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের। এবার নতুন প্রেমের গুঞ্জন রটেছে এই তারকা ক্রিকেটারের।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, শুভমান মন দিয়েছেন বলিউডের আরেক সুন্দরীকে। অভিনেত্রীর নাম প্রজ্ঞা জয়সওয়াল। তবে শুধু শুভমানই নয়, প্রজ্ঞাও নাকি সবুজ সংকেত দেখিয়েছেন। শুভমানের সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেত্রীর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যেই আলোচনার জন্ম দিয়েছে।
প্রজ্ঞা সবে বলিউডে পা রেখেছেন। ঝুলিতে মাত্র দুই-তিনটি ছবি। এর আগে দক্ষিণী ছবিতেও কাজ করেছেন। সেখানেও জনপ্রিয় তিনি। কয়েক মাস আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে নাকি শুভমানের সঙ্গে আলাপ তার।
এক সাক্ষাৎকারে প্রজ্ঞা বলেছেন, শুভমানকে আমার দারুণ পছন্দ। আমি তো সিঙ্গেল। তাই শুভমানের সঙ্গে ডেট করতে আমার কোনো সমস্যা নেই। আর কোনো ক্রিকেটারের পক্ষে বা বিপক্ষে আমি নই। যদি কেউ ভালো মানুষ হয়, তার সঙ্গে সময় কাটানো যেতেই পারে।
তবে সম্পর্কের বিষয়ে শুভমান এখনো কিছু বলেননি। তবে সে অপেক্ষায় বসে নেই কেউ। প্রজ্ঞার বক্তব্যকে পুঁজি করে নেটিজেনদের ধারণা, দুই সারাকে ভুলে এখন প্রজ্ঞাকেই ভাবছেন শুভমান। সূত্র: নিউজ ১৮ ও সংবাদ প্রতিদিন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com