সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে: খন্দকার মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সংস্কার করে এই সরকারকে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। তাদের নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিৎ। এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।’
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।’
দেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে জানান খন্দকার মোশাররফ।
তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে, এর বিকল্প নেই। দল মত সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন অর্থনীতিতে কিভাবে লুটপাট হয়েছে। একটা দেশে এটা কিভাবে হতে পারে? আজ আমরা দেখছি ষড়যন্ত্র চলছে। তারা চেষ্টা করবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com