প্রকাশ্যে ‘ভাইরাল’ সিঁথি ও গায়ক আসিফের নতুন গান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজের কর্মকাণ্ডে দেশজুড়ে ভাইরাল বনে যান ফারজানা সিঁথি নামের এক তরুণী। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জন্য তার প্রতিবাদী রূপের প্রশংসা করেন অনেকে।
ওই ঘটনার পরে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে একজন সেনা কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়েও ফের আলোচনায় আসেন সিঁথি। তবে এবার নেতিবাচক অর্থেই ভাইরাল হন এই তরুণী। সেই ঘটনায় দুঃখও প্রকাশ করেছিলেন তিনি।
সেসবই পুরোনো গল্প। নতুন গল্প হচ্ছে, ভাইরাল তরুণী ফারজানা সিঁথিকে পাওয়া গেল আসিফের গানের মডেল হিসেবে! গায়ক আসিফ আকবরের নতুন গান ‘ইচ্ছেরা’র মডেল হয়ে ধরা দিলেন সিঁথি! তার সঙ্গে পর্দা ভাগ করেছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী!
‘আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা/ ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার/ ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার/ তুমি আমার এ পৃথিবী/ তুমি ছাডা আজ সব অচেনা।’ এমন কথার গানে আসিফের সঙ্গে দ্বৈতকণ্ঠে আছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।
গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত্য মূখার্জী।গানের ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। প্রায় ৫ মিনিট ব্যাপ্তীর এই গানের বেশীরভাগ জুড়েই দেখা গেছে সিঁথি ও সাদীর খুঁনসুটি!
মঙ্গলবার রাতেই আসিফ আকবরের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের ভিডিওটি প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই প্রায় আড়াই লাখ মানুষ দেখেছেন ‘ভাইরাল’ কন্যা সিঁথি ও আসিফের যুগলবন্দীর সেই গান।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com