উইন্ডিজকে ধসিয়ে লিড বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৬৫ ওভার খেলে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংস থেকে ১৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
এর আগে কেসি কার্টি ৪০ রান করে আউট হয়েছেন। মাইকেল লুইস ১২ রান করে আউট হন। অধিনায় ও ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ৩৯ রান করেন। কাভেম হগ ৩, আথানজে ২ ও জাস্টিন গ্রেভার্স ২ রান করে আউট হন।
বাংলাদেশের হয়ে পেসার নাহিদ রানা ৫ উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তাইজুল ইসলাম।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ওপেনার সাদমান ৬৪ রানের ইনিংস খেলেন। শাহাদাত হোসেন দিপু ২২ রান যোগ করেন। অধিনায়ক মিরাজ ৩৬ রান ও তাইজুল ১৬ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের পেসার জাইডেন সিলস ৪টি ও শামার জোসেপ ৩ উইকেট তুলে নেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com