ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল পাকিস্তান, রউফের রেকর্ড

Publish : 06:48 AM, 02 December 2024.
জিম্বাবুয়েকে উড়িয়ে দিল পাকিস্তান, রউফের রেকর্ড

জিম্বাবুয়েকে উড়িয়ে দিল পাকিস্তান, রউফের রেকর্ড

ক্রীড়া ডেস্ক :

পাকিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে এতদিন সর্বোচ্চ উইকেটের (১০৭) মালিক ছিলেন শাদাব খান। তাকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে এখন পাকিস্তানের সর্বোচ্চ উইকেটশিকারি হারিস রউফ।

ডানহাতি এই পেসারের রেকর্ডের দিনে পাকিস্তানও পেয়েছে বিশাল জয়। বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫৭ রানে হারিয়েছে সালমান আগার নেতৃত্বাধীন তরুণ পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা।

কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তান। ব্যাটিং করা ছয়জনই দুই অংক ছুঁয়েছেন। ওমাইর ইউসুফ ১৩ বলে ১৬, সায়েম আইয়ুব ১৮ বলে ২৪, উসমান খান ৩০ বলে দুটি করে চার-ছক্কায় ৩৯, সালমান আগা ১৯ বলে করেন ১৩ রান।

১৪.২ ওভারে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ১০০। শেষদিকে তায়েব তাহির আর ইরফান খান ঝোড়ো ব্যাটিং করে দলকে ১৬৫ রানের পুঁজি এনে দেন। তাহির ২৫ বলে ৩৯ আর ইরফান ১৫ বলে খেলেন হার না মানা ২৭ রানের ইনিংস।

জবাবে ১৮ রানে ২ উইকেট হারালেও তাদিওয়ানাশে মারুমানি আর সিকান্দার রাজার ব্যাটে একটা সময় জয়ের ভালো সম্ভাবনা জাগিয়েছিল জিম্বাবুয়ে। ৩৩ বলে তারা গড়েন ৫৯ রানের জুটি। কিন্তু এই জুটি ভাঙার পর আর কেউ দাঁড়াতে পারেননি।

মারুমানি ২০ বলে ৩৩ আর রাজা আউট হন ২৮ বলে ৩৯ করে। ৩১ রানে শেষ ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৫.৩ ওভারে অলআউট হয় ১০৮ রানেই।

পাকিস্তানের আবরার আহমেদ ২৮ রানে এবং সুফিয়ান মুকিম ২০ রানে নেন ৩টি করে উইকেট। ১৭ রানে ২টি উইকেট শিকার হারিস রউফের।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা