ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

এক দুর্ভেদ্য দেয়ালের নাম মার্টিনেজ

Publish : 04:35 AM, 29 November 2024.
এক দুর্ভেদ্য দেয়ালের নাম মার্টিনেজ

এক দুর্ভেদ্য দেয়ালের নাম মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক :

এমিকে টপকানো কতটা দুঃসাধ্য, সেটি নিয়ে বিস্তর আলোচনার দরকার নেই। প্রথম তিন ম্যাচে অ্যাস্টন ভিলা খেলেছে ইয়ং বয়েজ, বায়ার্ন মিউনিখ এবং বলোগনার বিপক্ষে। 

আর এই তিন ম্যাচে এমির হজম করা মোট গোলসংখ্যা শূন্য! অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকেই ক্লিনশিটের হ্যাটট্রিক করে বসেছিলেন তিনি।

ক্লাব ব্রুগের বিপক্ষে একটু বোধহয় ব্যতিক্রম হয়েছিল, একটা গোল হজম করে ফেলেছিলেন এই আর্জেন্টাইন। তবে ভুল শুধরে নিতে দেরি হয়নি, পরের ম্যাচেই জুভেন্টাসের বিপক্ষে আবারো দেয়াল রূপে ফিরেছেন তিনি। একটা বলও তাকে ফাঁকি দিয়ে জালের ঠিকানা খুঁজে পায়নি।

যদিও অ্যাস্টন ভিলা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে, অন্তত শেষ মুহূর্তের নাটকীয়তার পর এমন ভাবনটাই স্বাভাবিক। ৯৪ মিনিটের সময় জুভেন্টাসের গোলরক্ষক লুইস ডি গ্রেগরির হাত থেকে বল ফসকে গেলে মরগ্যান রজার্সের গোল করে বসেন। 

কিন্তু বিপত্তি বাঁধে রেফারির সিদ্ধান্তে; বল ধরার সময় গ্রেগরিকে ফাউল করা হয়েছিল জানিয়ে গোল বাতিল করা হয়। স্তব্ধ হয়ে যায় পুরো ভিলা পার্ক।

শুধু তাই নয়, পুরো ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করেছিল স্বাগতিকরা। তবু তিন পয়েন্ট নিয়ে ফিরতে না পারাটা আক্ষেপের বটে। সাম্প্রতিক সময়টা আসলে তাদের পাশে নেই, এই নিয়ে টানা সাত ম্যাচ জয়বিহীন তারা-উনাই এমেরি দায়িত্ব নেয়ার পর থেকে এমন দুঃসময় আর আসেনি ক্লাবটির জন্য।

তবু অ্যাস্টন ভিলার গর্ব করা উচিত, চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে প্রথম তিনটি হোম ম্যাচে ক্লিনশিট রাখার রেকর্ড গড়েছে তারা। নিঃসন্দেহে এটির পিছনের কারিগর এমিলিয়ানো মার্টিনেজ- ইউরোপের সর্বোচ্চ মঞ্চে খেলার স্বপ্নটা তিনিই দেখিয়েছিলেন সতীর্থদের, এখন তিনিই একা হাতে টেনে নিয়ে যাচ্ছেন আরো দারুণ কিছু করার স্বপ্নটাকে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা