ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

ভারতের দাবি মেনে নিতে পাকিস্তানকে বড় অঙ্কের প্রস্তাব আইসিসির

Publish : 01:25 AM, 27 November 2024.
ভারতের দাবি মেনে নিতে পাকিস্তানকে বড় অঙ্কের প্রস্তাব আইসিসির

ভারতের দাবি মেনে নিতে পাকিস্তানকে বড় অঙ্কের প্রস্তাব আইসিসির

ক্রীড়া ডেস্ক :

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু রাজনৈতিক বৈরিতায় পাকিস্তানে খেলতে যেতে রাজি নয় ভারত।  

এমতাবস্থায় তারা হাইব্রিড মডেল প্রস্তাব করেছে, যার অর্থ ভারত নিজেদের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো ভেন্যুতে খেলতে চায়।

ভারতের এই দাবি যেন পাকিস্তান মেনে নেয়, সেজন্য দেনদরবার করছে খোদ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই দাবি মেনে নিলে পাকিস্তান বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিতেও একপায়ে খাড়া সংস্থাটি।

যদি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাবে না পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচটি তখন নিরপেক্ষ কোনো ভেন্যুতে আয়োজিত হবে।

যেহেতু পাকিস্তান ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছে, তাই তাদের আশা ছিল ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে। তবে ভারত আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে, তারা কোনোমতেই পাকিস্তানে যেতে রাজি নয়।

এমন পরিস্থিতিতে কিছুটা বিপাকেই পড়েছে আইসিসি। কারণ ব্যবসায়িক কারণে ভারত এবং পাকিস্তান দুটি দেশই আইসিসির জন্য গুরুত্বপূর্ণ। এদের কোনো একটি দেশও যদি টুর্নামেন্টে অংশ না নেয়, তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি।

এই ইস্যুতে মঙ্গলবার (২৬ নভেম্বর) আইসিসির নির্বাহী সভা ডাকা হয়েছে। সভার পরই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসন হতে পারে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা