ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
Banglar Alo

আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, কার ভিত্তি মূল্য কত

Publish : 07:25 AM, 16 November 2024.
আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, কার ভিত্তি মূল্য কত

আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার, কার ভিত্তি মূল্য কত

স্পোর্টস ডেস্ক :

আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার চূড়ান্ত তালিকায় আছেন। যেখানে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তি মূল্যের ক্যাটাগরিতে আছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আর দুই অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ ও পেসার তাসকিন আহমেদের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি।

এই তালিকায় বাংলাদেশ থেকে আরও আছেন রিশাদ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাদের সবার ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি।

এবারের নিলামের জন্য মোট এক হাজার ৫৭৪ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। বাংলাদেশ থেকে নিবন্ধন করেছিলেন ১৩ জন। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা বিবেচনায় চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৫৭৪ জন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ৩৬৬ জন, বিদেশি ২০৮ জন।

এদিকে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিয়ে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্কোয়াড গড়তে পারবে। এর মধ্যে গত আসর থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। নিলাম থেকে দল পাবেন কেবল ২০৪ জন। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য জায়গা ফাঁকা আছে ৭০টি।

চেন্নাই সুপার কিংস গত আসরের আগে নিলামে দুই কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল। আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে সেবার ৯ ম্যাচ খেলে ওভারপ্রতি ৯.২৬ করে রান দিয়ে ১৪ উইকেট নেন এই পেসার। ওই আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। এবারের আসর সামনে রেখে তাকে ছেড়ে দেয় চেন্নাই।

মোস্তাফিজ, সাকিব ও লিটন ছাড়া চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশের আর কারও আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। তাসকিন আইপিএল থেকে আগে ডাক পেলেও তাকে যেতে দেয়নি বোর্ড।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে এবারের নিলাম।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প শিরোনাম সংসদ নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত শিরোনাম সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেড আই খান পান্না শিরোনাম ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ, সারাদেশে রেল যোগাযোগ বন্ধ শিরোনাম শীতকালেও ঠোঁট থাকবে গোলাপের মতো সুন্দর শিরোনাম সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে, গাড়িতে হামলা