ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪
Banglar Alo

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের

Publish : 04:03 AM, 14 November 2024.
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশে মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্যাটেল বলেন, সব বাংলাদেশির জন্য এই স্বাধীনতাগুলো রক্ষা করা একটি সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে এ সমর্থন তার সব সহযোগী দেশ, বিশেষত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়ে আসছে।

বাংলাদেশের সংবাদপত্রের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল প্রসঙ্গে জানতে চাইলে প্যাটেল জানান, তিনি এ সম্পর্কে এখনও বিস্তারিত দেখেননি। তবে এই ধরনের পদক্ষেপ সত্য হলে তা দুঃখজনক হবে বলে মন্তব্য করেন তিনি।

প্যাটেল আরও বলেন, একটি সক্রিয় ও স্বাধীন গণমাধ্যম যে কোনও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অপরিহার্য। যা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ক্ষেত্রেও প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রীর জন্য গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা সব সাংবাদিকের অধিকার ও স্বাধীনতা যথাযথভাবে সম্মান করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে চাই।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চালের দাম কখন কমবে, জানালেন খাদ্য উপদেষ্টা শিরোনাম ১৯৩ আরোহী নিয়ে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ শিরোনাম হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম আটক শিরোনাম অভিনেতা রাজীবের চলে যাওয়ার ২০ বছর শিরোনাম মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা শিরোনাম কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট