ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪
Banglar Alo

নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন

Publish : 05:23 AM, 14 November 2024.
নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন

নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক :

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নতুন সরকার নির্বাচনের আগেই কিছু সংস্কার প্রয়োজন বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

ড. ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে। তবে তিনি এ-ও বলেন, দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন।

তিনি বলেন, এটা আমাদের প্রতিশ্রুতি। এটা আমরা দিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুত হব, তত দ্রুত নির্বাচন হবে। নির্বাচিত ব্যক্তিরা দেশ পরিচালনার দায়িত্ব নিতে পারবেন।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন, সরকার, সংসদ ও নির্বাচনী নিয়মাবলীর সম্ভাব্য সংস্কারের বিষয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন। আমরা অন্তর্বর্তী সরকার। তাই আমাদের সময়কাল যত কম সম্ভব হওয়া উচিত।

উল্লেখ্য, ড. ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন। এই সম্মেলনের সাইডলাইনে তিনি এএফপিকে এই সাক্ষাৎকার দেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চালের দাম কখন কমবে, জানালেন খাদ্য উপদেষ্টা শিরোনাম ১৯৩ আরোহী নিয়ে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ শিরোনাম হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম আটক শিরোনাম অভিনেতা রাজীবের চলে যাওয়ার ২০ বছর শিরোনাম মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা শিরোনাম কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট