মালদ্বীপের সঙ্গে হারল বাংলাদেশ
গোলের সুযোগ তৈরি হলো অনেকগুলোই। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতা। ঘরের মাঠে পরিষ্কার ফেভারিট থেকেও প্রথম প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ।
বুধবার (১৩ নভেম্বর) বসুন্ধরার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন আলি ফাসির।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকায় এই প্রীতি ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া। তার পরিবর্তে নেতৃত্ব দেন ডিফেন্ডার তপু বর্মন। কিন্তু ভালো খেলেও শেষ পর্যন্ত হার মানতে হলো তপুদের।
ম্যাচের ছয় মিনিটেই দারুণ আক্রমণ করে বাংলাদেশ। মোরসালিনের শট রুখে দেন মালদ্বীপের ডিফেন্ডার ইউসুফ। সুযোগ বুঝে আক্রমণ সাজায় মালদ্বীপও। ১৯ মিনিটে কাঙ্খিত গোল পেয়ে যায় সফরকারীরা।
হামজা ইউসুফের ফ্রি কিকে অরক্ষিত আলি ফাসিরের হেড জড়ায় জালে (১-০)। দুই মিনিটের মধ্যেই সমতায় ফিরতে পারতো বাংলাদেশ। ফাহিমের আড়াআড়ি ক্রস প্রতিহত করেন গোলরক্ষক। পরে সোহেল রানার শট হয় লক্ষভ্রষ্ট।
প্রথমার্ধের শেষ মুহূর্তে সোহেলের বুলেট গতির শট পোস্টে লেগে প্রতিহত হয়। আফসোসে পুড়তে হয় স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধেও ছিল একই চিত্র। আক্রমণে গেলেও কাঙ্খিত গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় লাল সবুজ জার্সিধারীদের।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com