ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৪
Banglar Alo

ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর জায়গায় শাহাদাত

Publish : 08:54 AM, 13 November 2024.
ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর জায়গায় শাহাদাত

ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্তর জায়গায় শাহাদাত

ক্রীড়া ডেস্ক :

কুঁচকির চোটে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলতে পারবেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজেও। তার বিকল্প হিসেবে আজ শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর বিকল্প হবেন চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু।’

নাজমুলের বিকল্প হিসেবে যে শাহাদাত হোসেনেই ডাক পাচ্ছেন, সেই সম্ভাবনার কথা জানা গিয়েছিল আগেই। চলতি জাতীয় লিগে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের হয়ে ৪ ম্যাচে ৬ ইনিংসে ২৬.৩৩ গড়ে এক সেঞ্চুরিসহ ১৫৮ রান করেছেন। বাংলাদেশের হয়ে এরই মধ্যে ৪টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ২২ বছর বয়সী এ ব্যাটসম্যান। গত বছর অক্টোবরে হাংজুতে এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্ট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের হয়ে অভিষেক শাহাদাতের। টেস্টে ৪ ম্যাচে এ পর্যন্ত ৮ ইনিংসে ১৪.৭৫ গড়ে ১১৮ রান করেছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে চোট পান নাজমুল। এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার বিসিবি জানায়, সিরিজের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না, খেলবেন না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও। ২২ নভেম্বর অ্যান্টিগায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে। কিংস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম আসিফ নজরুলকে হেনস্তা, চাকরি হারাচ্ছেন স্টাফ শিরোনাম নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন শিরোনাম বসুন্ধরা গ্রুপের চাকরি ছাড়লেন শহীদ আবু সাঈদের দুই ভাই শিরোনাম আন্দোলন দমাতে ঢাকায় প্রথম ক্ল্যাশ গ্রেনেড ব্যবহার করে পুলিশ শিরোনাম ‘জিরো কার্বন’ ভিত্তিক জীবনধারার আহ্বান ড. ইউনূসের শিরোনাম সরকারের সঙ্গে ‘দ্বান্দ্বিক’ সম্পর্কে যাওয়ার সিদ্ধান্ত ছাত্র আন্দোলনের