ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
Banglar Alo

ওমরাহ পালন করলেন সাকিব

Publish : 10:16 PM, 12 November 2024.
ওমরাহ পালন করলেন সাকিব

ওমরাহ পালন করলেন সাকিব

ক্রীড়া ডেস্ক :

জাতীয় দলে সাকিব আল হাসান অধ্যায় এক প্রকার শেষই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নেয়ার ইচ্ছের কথা জানালেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কমই। 

ভারত সফরের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময়টা যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে আছেন এই অলরাউন্ডার।

জাতীয় দলের বাইরে থাকা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ওমরাহ হজ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের জনৈক বাংলাদেশির সোশ্যাল মিডিয়ায় করা লাইভে সাকিবকে মক্কায় ওমরাহ হজ পালনরত অবস্থায় দেখা যায়।

সেই লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় দেখা মেলে। এ সময় এই অলরাউন্ডারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত সমর্থককে জটলা করতেও দেখা গেছে। সাকিব তাদের সেলফি তোলার আবদারও পূরণ করেন।

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন।

এ সময়ই ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণার সম্ভাব্য সময় জানিয়ে দেন সাকিব। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ৫০ ওভারের ক্রিকেটেও জাতীয় দলকে বিদায় জানাতে চান।

কিন্তু দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারেননি সাকিব।  প্রথমে স্কোয়াডে জায়গা পেলেও সাকিব বিরোধীদের প্রতিরোধের মুখে পরিকল্পনা বদলাতে হয়। ফলে কানপুর টেস্টই সাকিবের শেষ টেস্ট হয়ে আছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প শিরোনাম সংসদ নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত শিরোনাম সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেড আই খান পান্না শিরোনাম ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ, সারাদেশে রেল যোগাযোগ বন্ধ শিরোনাম শীতকালেও ঠোঁট থাকবে গোলাপের মতো সুন্দর শিরোনাম সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে, গাড়িতে হামলা