সাকিবের তোপের পর বাটলার ঝড়, অনায়াসে জিতল ইংল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। দ্বিতীয় ম্যাচে ২ উইকেট পেলেও দলের সবচেয়ে দাপুটে বোলার ছিলেন তিনিই। তাতে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৮ রানে আটকে রেখে ৮ উইকেটের বড় জয় পেল ইংল্যান্ড।৮ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অধিনায়ক জস বাটলার।
১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফিল সল্টকে হারায় ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ইল জ্যাকস ও বাটলার গড়েন ৭২ বলে ১২৯ রানের জুটি। সেখানে জ্যাকসের অবদান কেবল ২৯ বলে ৩৮। দলকে জয়ের কাছাকাছি রেখে ফিরে যান এই দুজন। রোমারিও শেফার্ডের এক ওভারে ফিরে যান জ্যাকস ও বাটলার।
ইংল্যান্ডের জয়ের পথে বাকি কাজটুকু সারেন লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল। শেফার্ডের টানা তিন বলে দুই চার ও এক ছক্কায় ম্যাচ শেষ করে দেন লিভিংস্টোন (১১ বলে ২৩*)। আরেকপাশে ৩ রানে অপরাজিত থাকেন বেথেল।
এর আগে, পাওয়ার প্লেতেই সাকিব ও জোফরা আর্চারের তোপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় সুযোগ কাজে লাগেন এই দুজন। প্রথম চার ওভারেই তুলে নেন তিন উইকেট। এর মধ্যে ব্রেন্ডন কিং ও রোস্টন চেজকে শিকার বানান সাকিব। আর্চার নেন এভিন লুইসের উইকেট।
চতুর্থ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল। তবে তারাও দলকে স্বস্তিজনক স্থানে পৌঁছে দিতে পারেননি। মাঝের ওভারগুলোয় উইন্ডিজকে চেপে ধরেন লিভিংস্টোন ও মুসলি। পাওয়েল শেষ পর্যন্ত দুটি করে চার ও ছক্কায় ৪১ বলে ৪৩ রান করলে ১৫৮ রান করতে সক্ষম হয় ক্যারিবিয়ানরা।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। আগামী বৃহস্পতিবার সেন্ট লুসিয়ায় সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামবে ইংল্যান্ড।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com